নাবালিকাকে যৌন হেনস্থা; অভিযুক্তকে মারধর, মাথা ন্যাড়া - Man half balded in Hindmotor
বছর দশের এক নাবালিকাকে লজেন্সের প্রলোভন দেখিয়ে যৌন হেনস্থার অভিযোগ । হুগলি জেলার উত্তরপাড়া থানা এলাকার ঘটনা । অভিযোগ এক মাঝবয়সি ব্যক্তির বিরুদ্ধে । ঘটনার জানাজানি হতেই অভিযুক্তকে বেধড়ক মারধর করে স্থানীয়রা । অভিযুক্তের মাথা অর্ধেক ন্যাড়া করে উত্তরপাড়া থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয় ।