RSS-র পালটা জয়হিন্দ বাহিনী ও বঙ্গজননী তৈরি করব : মমতা - bangajanani
নৈহাটি পৌরসভার সামনে আজ তৃণমূল কংগ্রেসের অবস্থান কর্মসূচিতে অংশ নেন মমতা বন্দ্যোপাধ্যায় । সেখানে RSS-এর পালটা দু'টি বাহিনী তৈরি করার কথা বলেন তিনি। জয়হিন্দ বাহিনী ও বঙ্গজননী বাহিনী । তিনি বলেন, "আমি RSS-এর পালটা বলে দিলাম । RSS-র পালটা আমি 400টি ব্লকে জয়হিন্দ বাহিনী তৈরি করছি । ব্যারাকপুর, ভাটপাড়া, জগদ্দল, নৈহাটি, কাঁচড়াপাড়া থেকে তৈরি হোক । তারপর অন্য জেলায় যাবে । আর হচ্ছে বঙ্গজননী । দরকার হলে একমুঠো চাল দিয়ে দিয়ে জোগাড় করবেন । বঙ্গজননী মেয়েদের দল তৈরি করুন ।"