উত্তরপ্রদেশের আইনশৃঙ্খলার অবস্থা খুবই খারাপ : মমতা - tmc
সোনভদ্রে গুলিতে নিহত 10 জনের পরিবারের সঙ্গে সাক্ষাতের আগেই মির্জাপুরে কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধি বঢরাকে আটকে দেওয়া হয় ৷ আজ সকালে তাঁর সঙ্গে নিহতদের পরিবারের সাক্ষাতের অনুমতি দেয় উত্তরপ্রদেশ পুলিশ । তবে সেই সাক্ষাত সোনভদ্রে হয়নি ৷ এই প্রসঙ্গে উত্তরপ্রদেশ সরকারের সমালোচনা করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "আমরা কোনওরকম গোষ্ঠী সংঘর্ষ হতে দেই না ৷ সেরকম হলে যখন 144 ধারা জারি করা হয় তখনও ওরা (BJP) 50টা গাড়ি নিয়ে ঢোকে ৷ তখন তারা কোনও প্রশাসনকে মানে না ৷ প্রিয়াঙ্কাকে ওখানে যেতে দেওয়া উচিত ছিল ৷ আজকে ডেরেক ও'ব্রায়ানের নেতৃত্বে আমাদের প্রতিনিধি দলও গিয়েছিল সেখানে ৷ তাঁদেরকেও যেতে দেওয়া হয়নি ৷ উত্তরপ্রদেশের আইনশৃঙ্খলার অবস্থা খুবই খারাপ ৷"