জরুরি পরিষেবায় যুক্তদের ধন্যবাদজ্ঞাপন; কাঁসর, ঘণ্টা বাজিয়ে শোভাযাত্রা মালদায় - পৌর এলাকা
জরুরি পরিষেবায় যুক্তদের ধন্যবাদ জানাতে শোভাযাত্রা মালদায় । কাঁসর,ঘণ্টা,থালা-বাটি-গ্লাস বাজিয়ে চলল শোভাযাত্রা ৷ এদিকে আগামীকালই বিকেল ৪টের পর থেকে জেলার দুই পৌর এলাকায় জারি হচ্ছে লক ডাউন ৷