পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

Asansol : আসানসোলে বৃষ্টি কমলেও ঘরছাড়া বন্যাদুর্গতরা এখনও অন্ধকারে - Paschim Bardhaman

By

Published : Oct 1, 2021, 3:35 PM IST

Updated : Oct 1, 2021, 7:16 PM IST

আসানসোলের কাল্লা এলাকায় নুনীয়া নদীর বন্যায় বাড়ি ভেঙেছে বহু মানুষের । স্থানীয় রাজু দুবের স্ত্রী সুনীতা দুবে গতকাল বাড়ির মধ্যে থাকাকালীন হঠাৎ বাড়ির একটি অংশ ভাঙতে শুরু করে । কোলের বাচ্চাকে কোনওরকমে বের করে নিজেও বাইরে যাওয়ার চেষ্টা করতে থাকেন সুনীতা । কিন্তু ততক্ষণে ঘরের একটি দেওয়াল তাঁর পায়ের উপর পড়ে গুরুতর জখম হন তিনি ।
Last Updated : Oct 1, 2021, 7:16 PM IST

ABOUT THE AUTHOR

...view details