পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

Road Block : জমা জল থেকে মুক্তির দাবিতে পথ অবরোধ, থানা ঘেরাও - বিক্ষোভ

By

Published : Aug 10, 2021, 4:54 PM IST

বৃষ্টি থেমে গিয়েছে, কিন্তু কোমর সমান জল নামছে না ৷ নিকাশি ব্যবস্থার কাজ ঠিকমতো হচ্ছে না । অথচ এমন সময় দেখা মেলেনি কোনও বিধায়ক, নেতার ৷ তাই আজ সকালে হাওড়ার 50 নম্বর ওয়ার্ডের রাজনগর থানার স্টেশন সংলগ্ন হাওড়া-আমতা রোডের বেশ কয়েকটি ওয়ার্ডের বাসিন্দারা পথ অবরোধ করেন ৷ অবরোধ হয় দাশনগর থানা থেকে ঢিল ছোড়া দূরত্বে । দাশনগর থানার পুলিশ এসে পরিস্থিতি সামাল দিতে গেলে আরও উত্তপ্ত হয়ে ওঠে এলাকা । দফায় দফায় বিক্ষোভ প্রদর্শন চলে । পরে থানা ঘেরাও করেন বাসিন্দারা । এক ঘণ্টা পর প্রশাসনের তরফ থেকে আশ্বাস পেলে বিক্ষোভ ওঠে ।

ABOUT THE AUTHOR

...view details