পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

প্রতিটি বিষয়ে লেটার, তবু পরিবারের মুখে হাসি নেই

By

Published : May 29, 2019, 9:53 PM IST

বাবা স্কুলে নিরাপত্তারক্ষীর কাজ করেন । মা ঠোঙা বানান । দু'জনের উপার্জনে কোনও মতে চলে সংসার । বোন থ্যালাসেমিয়ায় আক্রান্ত । ছোটো মেয়ের চিকিৎসা ও দুই মেয়ের পড়ার খরচ যোগাতে নাজেহাল অবস্থা পরিবারের । এমন এক পরিবারের মেয়ে হয়ে প্রতিটি বিষয়ে লেটার পেয়ে তাক লাগিয়ে দিয়েছে ক্যানিংয়ের মধুশ্রী চ্যাটার্জি । গৃহশিক্ষক না থাকলেও নিজের চেষ্টায় ও স্কুলের শিক্ষিকাদের প্রচেষ্টায় এত ভালো ফল করেছে সে । তবে এত ভালো নম্বর পেলেও মুখে হাসি নেই পরিবারের । ভবিষ্যতে আইন নিয়ে পড়াশোনা করার জন্য যে টাকার প্রয়োজন, সেই সামর্থ্য নেই তাদের । তাই কীভাবে মেয়ের স্বপ্ন পূরণ হবে তা ভেবে উঠতে পারছেন না অসহায় বাবা মা ।

ABOUT THE AUTHOR

...view details