বড় ময়াল উদ্ধার দুর্গাপুরে, দেখুন ভিডিয়োয়... - সাপ উদ্ধার
একটি বড় ময়াল সাপ উদ্ধার হল দুর্গাপুরের বলিজুড়ির অন্নপূর্ণা আশ্রম এলাকা থেকে ৷ ঘটনা জানাজানি হতেই প্রচুর মানুষ ভিড় জমায় সেখানে ৷ খবর দেওয়া হয় বন বিভাগে ৷ পরে বনকর্মীরা এসে সাপটিকে উদ্ধার করে নিয়ে যান ৷