"গোরু, কয়লা ও সিন্ডিকেট সবরকম অপরাধে জড়িত ভাইপো" - অভিষেককে আক্রমণ কৈলাসের
"রাজ্যের মানুষ তৃণমূল সরকারের উপর বিরক্ত । শুভেন্দু অধিকারীর পদত্যাগে সেটা প্রমাণিত । গোরু, কয়লা ও সিন্ডিকেট সবরকম অপরাধে ভাইপো জড়িত ।" রাজ্যে "আর নয় অন্যায়" কর্মসূচিকে সামনে রেখে আজ বারাসতে আসেন বিজেপির কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয় । সেখানে তিনি সাংবাদিক বৈঠকে এমনই মন্তব্য করেন । আজ বারাসতের সত্যনারায়ণপল্লির কামাখ্যা মন্দিরে প্রথমে পুজো দেন তিনি। তারপর বাড়ি বাড়ি জনসংযোগ কর্মসূচিতে যোগ দেন । কথা বলেন স্থানীয়দের সঙ্গে ।