কে রামের পুজো করবে, কে গোরু পুজো করবে সেটা তাদের ব্যাপার : অনুব্রত - their choice to worship Ram and Cow
"কে রাম পুজো করবে, কে গোরু পুজো করবে সেটা তাদের ব্যাপার।" বীরভূম জেলার একাধিক জায়গায় যজ্ঞ করে রামের পুজো করার প্রসঙ্গে প্রশ্ন করা হলে একথা বললেন তৃণমূলের বূরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল । আজ অযোধ্যায় রাম মন্দিরের শিলান্যাস করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ।