পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

দুয়ারে হাতি, অতিষ্ঠ ডালকাটা গ্রামের বাসিন্দারা - in search of food elephant enters inside village

By

Published : Dec 26, 2020, 2:34 PM IST

সাতসকালে শুরু হয়েছে দলমার দলছুট হাতির তাণ্ডব । মেদিনীপুর সদর ব্লকের চাঁদড়া রেঞ্জের ডালকাটা গ্রামে দাপিয়ে বেড়াতে দেখা গেল একটি দাঁতাল হাতিকে । সঙ্গে বাড়ি বাড়ি ঢুঁ মারতেও তাকে দেখা যায় । দাঁতালের কাণ্ডে রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন বাসিন্দারা । স্থানীয় সূত্রে জানা গেছে, দাঁতালটিকে গ্রাম সংলগ্ন জঙ্গলে দিন দুয়েক ধরে ঘুরতে দেখা গেছিল । আজ সকালে খাবারের খোঁজে গ্রামে ঢুকেছে বলে দাবি বাসিন্দাদের । গ্রামে দাঁতালের ঢোকার খবর পাওয়ার পরেও দেখা মেলেনি বনকর্মীদের । অগত্যা গ্রামবাসীরা নিজেরাই হাতিটিকে জঙ্গলে ফেরত পাঠায় ।

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details