মমতার ছবিতে গোবর দেওয়াকে কেন্দ্র করে চাঞ্চল্য কল্যাণীতে - গয়েশপুর
তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিতে গোবর লেপে দেওয়ার অভিযোগ উঠলো বিজেপি কর্মীদের বিরুদ্ধে । সূত্রের খবর নদিয়ার কল্যাণী থানার গয়েশপুর এলাকায় পথচলতি মানুষজন সকালে দেখতে পায় দেওয়ালে লাগানো তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিতে গোবর লাগিয়ে দেওয়া হয়েছে । এই খবর জানাজানি হতে ঘটনাস্থলে ভিড় জমায় তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। এহেন ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকাল থেকে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে নদিয়ার গয়েশপুরের ১৪ নম্বর ওয়ার্ডে। এলাকার বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা এই ঘটনা ঘটিয়েছে বলে দাবি করেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব। যদিও বিজেপি এই অভিযোগ নস্যাৎ করে বলে , তাদের দলকে কালিমালিপ্ত করতে এই ধরনের ঘটনা ঘটিয়েছে তৃণমূল নিজেই। বিজেপি মহিলাদের সম্মান করতে জানে। উত্তেজনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে কল্যাণী থানার পুলিশ। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে । উত্তেজনা থাকায় এলাকায় চলছে পুলিশ টহল ।