সুপ্রিম কোর্ট না করলে মানুষ CAA বাতিল করবে : রাজীব বন্দ্যোপাধ্যায় - rajib-bandhyopadhyay
"সুপ্রিম কোর্ট CAA বাতিল না করলে মানুষ বাতিল করবে ৷ বার্লিনের পাঁচিল ভেঙে গেছে, রাশিয়া আলাদা হয়ে গেছে ৷" আজ নদিয়ার কৃষ্ণনগরে CAA ও NRC বিরোধী মিছিলে অংশ নিয়ে একথা বলেন তৃণমূল কংগ্রেসের নদিয়া জেলার পর্যবেক্ষক রাজীব বন্দ্যোপাধ্যায় ৷ মিছিলে ছিলেন নদীয়া উত্তরের তৃণমূল সভাপতি মহুয়া মৈত্র সহ অন্যান্য নেতা-নেত্রীরা ৷ মিছিলে রাজীববাবু বলেন, BJP সরকার প্রলাপ বকছে ৷ ওদের পায়ের তলা থেকে মাটি সরে গেছে ৷ সুপ্রিম কোর্ট CAA -এর উপর স্থগিতাদেশ দেয়নি । এই প্রসঙ্গে রাজীববাবু বলেন, "আমরা কোনও স্টে অর্ডার চাই না । এই আইন সুপ্রিম কোর্ট বাতিল না করলে সাধারণ মানুষ রাস্তায় নেমে তা বাতিল করবে ৷ "