দলের বিরুদ্ধে প্রকাশ্যে যাঁরা বলছেন, তাঁদের সমর্থন করি না : ইদ্রিস আলি - শুভেন্দুর পদত্যাগ নিয়ে ইদ্রিস আলির মন্তব্য
শুভেন্দু অধিকারীর মন্ত্রিত্ব থেকে ইস্তফা ও দলের সঙ্গে দূরত্ব তৈরি নিয়ে মুখ খুললেন উলুবেড়িয়া পূর্বের বিধায়ক ইদ্রিস আলি । তিনি বলেন , "দলবিরোধী কাজ যাঁরা করছেন বা দলের বিরুদ্ধে প্রকাশ্যে যাঁরা কথা বলছেন, তাঁদের আমি সমর্থন করি না । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি আছে বলেই তাঁরা দাঁড়িয়ে আছেন । মুখ্যমন্ত্রীর ছবি সরিয়ে নেওয়া হলে দলে ভরাডুবি হবে । দলের মধ্যে থেকে দলের বিরুদ্ধে প্রকাশ্যে বক্তব্য রাখা উচিত নয় । যদি কিছু বলার থাকে তাহলে তা দলের অভ্যন্তরেই মিটিয়ে নেওয়া উচিত।" পাশাপাশি তিনি রাজ্যপালকে কটাক্ষ করে বলেন , " তিনি অসাংবিধানিক কাজ করছেন । রোজ সাংবাদিক সম্মেলন করে যে কাজ করছেন , তা নিয়ম বিরুদ্ধ। "