হাওড়ার বাজারে ভিড়,পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশি লাঠিচার্জ - রামরাজাতলা
কোরোনায় রাজ্যে হাওড়া শিরোনামে । শহরের বিভিন্ন এলাকা চিহ্নিত হয়েছে রেড জোন হিসাবে । ইতিমধ্যেই জেলায় আক্রান্তের সংখ্যা 107, মৃত 8 । এই অবস্থার মধ্যেও সপ্তাহ শেষে বাজারেই ভিড় জমাচ্ছে হাওড়াবাসী । আইসোলেশন সেন্টার ডুমুরজলা স্টেডিয়ামের থেকে ঢিল ছোড়া দূরত্বে বসা নতুন বাজারে রীতিমতো একে অপরের গায়ের উপর উঠেই বাজার করতে দেখা গেল হাওড়াবাসীকে ৷ চ্যাটার্জি হাট থানার কাছ থেকে বাজার সরিয়ে আনা হয় ৷ এখন সেখানে মেলার পরিস্থিতি ৷ অন্যদিকে আন্দুল রোডের উপর হাঁসখালি পোলের প্রায় এক কিমি জুড়ে রাস্তাতেই বসে গিয়েছে বাজার । রাস্তার উপরে বাজার বসায় বিপাকে পড়েছেন অনেকেই । পাশাপাশি রামরাজাতলার বাজার শংকর মঠের মাঠে তুলে আনলেও ভিন এলাকা থেকে লোক এসে বাজার করছে এখানে । ফলে ভিড় কমাতে হিমশিম খাচ্ছে পুলিশ । বাধ্য হয়ে লাঠিচার্জ করে তারা ৷ এহেন পরিস্থিতিতে আগামীকাল থেকে বাজার দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে হাওড়া পুলিশের পক্ষ থেকে । তার বদলে শুধুমাত্র হোম-ডেলিভারির ব্যবস্থা চালু করার চেষ্টায় করছে প্রশাসন ।