পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

Ghatal Flood : মহালয়ার ভোরে নৌকায় বসে রেডিওতে মহিষাসুরমর্দিনী শুনলেন ঘাটালবাসী - Mayalaya

By

Published : Oct 6, 2021, 1:46 PM IST

বন্যার জলে ভাসছে পশ্চিম মেদিনীপুরের ঘাটালের বিস্তীর্ণ এলাকা ৷ অনেক জায়গায় নেই বিদ্যুৎ সংযোগ থেকে কেবল পরিষেবা । এই পরিস্থিতিতেও মহালয়ার ভোরে রেডিওতে মহিষাসুরমর্দিনী শোনায় ব্যাঘাত ঘটল না স্থানীয় বাসিন্দাদের ৷ নৌকায় বসেই সমেবতভাবে মহিষাসুরমর্দিনী শুনলেন এলাকার মানুষ ৷ মাসখানেকের জলবন্দি জীবন থেকে এখনই যে মুক্তি মিলছে না, তা তাঁরা জানেন ৷ তাই দুর্গাপুজো নিয়ে চিন্তায় ঘাটালের বাসিন্দারা ৷

ABOUT THE AUTHOR

...view details