পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

"উনি ফুটো মস্তান, ওঁর ঘরেই তৃণমূল ঢুকে আছে", শুভেন্দুকে কটাক্ষ সুজাতার - tmc are in his house

By

Published : Dec 29, 2020, 10:05 PM IST

Updated : Dec 30, 2020, 3:17 PM IST

শুভেন্দু অধিকারীর নতুন স্লোগান, " হরে কৃষ্ণ হরে হরে পদ্ম এবার ঘরে ঘরে। " আজ খড়দহের সভায় শুভেন্দু বলেন, "আমার বাড়ির লোকেরাও পদ্ম ফোটাবে, তোমার বাড়িতে ঢুকেও পদ্ম ফোটাব৷" আজ শুভেন্দুর সেই বক্তব্যকে কটাক্ষ করলেন সুজাতা খাঁ ৷ তিনি বলেন," উনি কতটা ফুটো মস্তান দেখুন ৷ উনি ঘরে ঘরে বিজেপি বলছেন, অথচ ওঁর ঘরেই তৃণমূল ঢুকে আছে ৷ ওঁর বাবা তৃণমূলের এমপি, ওঁর ভাই এমপি তৃণমূলের, ওঁর আর এক ভাই তৃণমূলের চেয়ারম্যান, ওঁর ভাইয়ের বউ পর্যন্ত তৃণমূলের পদে আছেন ৷ উনি নিজের ঘরটায় বিজেপি করে সামলাতে পারলেন না, উনি বলছেন পরের ঘর ভাঙাতে ! গাঁয়ে মানে না আপনি মোড়ল ৷" তিনি তৃণমূলে যোগ দেওয়ার পর স্বামী ও বিজেপি সাংসদ সৌমিত্র খাঁর সঙ্গে তাঁর সম্পর্কের বিষয়ে সুজাতা বলেন, "আমি নিজের পরিচিতিতে বাঁচতে চাই। তাই আমার হাত ছেড়ে দিল সৌমিত্র খাঁ। আমি সংসার ভাঙতে চাই না। তাঁর দলের বা তাঁর পরিবারের এটাই শিক্ষা, নারীকে হয়ত নিজের পরিচয় বাঁচতে না দেওয়া । তাই আমাকে ত্যাগ।"
Last Updated : Dec 30, 2020, 3:17 PM IST

ABOUT THE AUTHOR

...view details