সচেতন করার পরও পোলবার সবজি বাজারে ভিড় - পোলবার গোটু বাজার
পোলবার গোটু বাজারে সচেতনতার অভাবে ভিড় জমিয়েছে চাষি ও ফড়েরা । বাজার কর্তৃপক্ষ মাইকিং করার পরও হেলদোল নেই চাষিদের । সুগন্ধার এই গোটুর বাজার থেকে পোলবা, সিঙ্গুর, চুঁচুড়া ও চন্দননগরসহ একাধিক জায়গায় কাঁচা সবজি বিক্রি হচ্ছে । যার মূল্য আকাশ ছোঁয়া ৷ কী বলছে চাষি ও ক্রেতারা ? দেখুন ভিডিয়োয়...