পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

Ganga Erosion : শান্তিপুরে ভাঙন অব্যাহত, আতঙ্কে এলাকা ছাড়ছেন গ্রামবাসীরা - ভাঙন

By

Published : Aug 11, 2021, 4:15 PM IST

শান্তিপুরে ফের গঙ্গা ভাঙন অব্যাহত । রাত থেকেই শুরু হওয়া ভাঙনে ইতিমধ্যেই প্রায় বেশ কয়েকটি বাড়ি-সহ চাষের জমি তলিয়ে গিয়েছে গঙ্গাবক্ষে । ঘটনাটি নদিয়ার শান্তিপুর পৌরসভার 16 নম্বর ওয়ার্ডের চরসারাগর এলাকার । গ্রামবাসীদের অভিযোগ, বিগতদিনেও ভাঙনের কারণে সব তলিয়ে গিয়েছে ৷ প্রতিবছর এরকম চলতে থাকলেও স্থানীয় প্রশাসনের হুঁশ নেই ৷ একাধিকবার প্রশাসন আধিকারিকদের জানিয়েও হয়নি কোনও সুরাহা । ভাঙন রোধে প্রশাসনের তরফে প্রাথমিকভাবে কিছু বালির বস্তা ফেলা হলেও তা ইতিমধ্যেই নদীগর্ভে চলে গিয়েছে । তাই তাঁদের দাবি, বালির বস্তা ফেলে ভাঙন রোধ করা সম্ভব নয় । পাকাপোক্তভাবে পাড় বাঁধানোর ব্যবস্থা করুক প্রশাসন ।

ABOUT THE AUTHOR

...view details