দোলে মহিষমর্দিনী পুজো শ্রীরামপুর দে পরিবারের - সাংস্কৃতিক অনুষ্ঠান
দোলের দিন দুর্গার আরাধনায় ব্যস্ত শ্রীরামপুরবাসী ৷ আজ থেকে 215 বছর আগে দে পরিবারের জমিদারি আমলে দোলের দিনেই শুরু হয় মহিষমর্দিনী পুজো ৷ আজও মহিষমর্দিনী পুজো চলে আসছে । তবে লক্ষ্মী, গণেশ, কার্তিক, সরস্বতীর পরিবর্তে এখানে জয়া ও বিজয়ার পুজো করা হয় । দোল পূর্ণিমাতে ৪ দিন ধরে চলে এই পূজো । তাই দোল উৎসবের সঙ্গে সঙ্গে মন্ত্রোচ্চারণের মধ্যে দিয়ে এই পুজোতে মেতে ওঠে পাড়ার সকলে । মন্দির প্রাঙ্গণে চলে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান । পুজোর 4 দিন স্থানীয় বাসিন্দাদের হেঁশেল বন্ধ, সকলে প্রাঙ্গণে ভোগপ্রসাদ গ্রহণ করেন ।