ভেঙেছে স্লুইস গেট, প্লাবিত রায়গঞ্জের একাধিক এলাকা - রায়গঞ্জ
একটানা প্রবল বৃষ্টির জেরে প্লাবিত রায়গঞ্জের একাধিক এলাকা । এলাকার বাসিন্দাদের বাড়িতে জল ঢুকেছে । এলাকা ছেড়েছেন অনেকেই । মোহনবাটি হাইস্কুলে আশ্রয় শিবিরে আশ্রয় নিয়েছে বহু মানুষ । মেরামতির অভাবে ভেঙে গেছে নদী বাঁধের স্লুইস গেট । নদীর জল ঢুকছে শক্তিনগর, পশ্চিম মিলনপাড়া এলাকায় । চরম দুর্ভোগে এলাকার বাসিন্দারা ।