পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

বিধ্বংসী আগুন মহেশতলার গোডাউনে, ঘটনাস্থানে দমকলের 8টি ইঞ্জিন - Fire brigade

By

Published : May 28, 2020, 2:08 PM IST

বিধ্বংসী আগুন মহেশতলার প্লাস্টিক ও চায়ের গোডাউন ৷ দক্ষিণ 24 পরগনার মহেশতলা থানার অন্তর্গত চকমির মার্শাল ইন্ডাস্ট্রিয়াল জ়োনে একটি প্লাস্টিক ও বস্তা প্যাকিংয়ের গোডাউনে আগুন লাগে ৷ সেখান থেকে পাশের চায়ের গোডাউনেও আগুন ছড়িয়ে পড়ে ৷ ঘটনাস্থলে দমকলের চারটি ইঞ্জিন আসে, পরে ভয়াবহতা দেখে আরও চারটি ইঞ্জিন আসে আগুন নেভাতে ৷ তিন ঘণ্টা পেরিয়ে গেলেও আগুন নিয়ন্ত্রণে আসেনি ৷ তবে হতাহতের কোনও খবর নেই ৷ প্রত্যক্ষদর্শীদের দাবি, লকডাউনের পর থেকে বন্ধ ছিল এই কারখানা । তবে দু’জন নিরাপত্তারক্ষী মোতায়েন ছিল কারখানার রক্ষণাবেক্ষণের জন্য । আজ সকালে হঠাৎ কারখানার ভিতর থেকে আগুন জ্বলতে দেখে নিরাপত্তারক্ষীরা চেঁচামেচি শুরু করেন । খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা দ্রুত এসে আগুন নেভানোর কাজে হাত লাগান ৷ আগুনের বিভৎসতায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায় ।

ABOUT THE AUTHOR

...view details