গোডাউনে আগুন, পুড়ল কয়েক লাখ টাকার কাঠ
আগুনে পুড়ে গেল কাঠগুদাম । পুড়ে ছাই কয়েক লাখ টাকার কাঠ । আজ ভোররাতে আগুন লাগে পুরুলিয়ার আদ্রার ঝড়িয়াড্ডির কাঠ গোডাউনে । স্থানীয়দের বক্তব্য, বাজ পড়ে হঠাৎ গোডাউনে আগুন লাগে । অল্প সময়ের মধ্যেই সেই আগুন ছড়িয়ে পড়ে । স্থানীয়রা আদ্রা থানায় খবর দেয় । ঘটনাস্থানে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন । তবে আগুন নিয়ন্ত্রণে আনতে পরে আরও একটি ইঞ্জিন পৌঁছায় ঘটনাস্থানে । প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় শেষমেশ আগুন নিয়ন্ত্রণে আসে । তবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা না গেলেও অনুমান প্রায় কয়েক লাখ টাকার কাঠ পুড়ে গেছে । ভিডিয়ো...