কাটোয়ায় নাড্ডার বক্তব্যের মাঝেই মাঠ ফাঁকা - কাটোয়ার জনসভা
কাটোয়ার জনসভায় 80-90 হাজার লোক সমাগমের আশা করলেও ফাঁকা মাঠেই সভা সারলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি । আজ মুকুল রায়, দিলীপ ঘোষের পর জেপি নাড্ডার বক্তব্য শুরুর মিনিট খানেকের মধ্যেই ফাঁকা হতে শুরু করে মাঠ ।