মোদি দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার খুশিতে ভূরিভোজ রানিগঞ্জে - feast
নরেন্দ্র মোদি দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার খুশিতে গ্রামবাসীদের ভূরিভোজ করালেন এক অনুরাগী । মেনুতে ছিল ভাত, মাংসের ঝোল, ছ্যাঁচড়া, আমের চাটনি, দই ও মিষ্টি । রানিগঞ্জের জেমেরি পঞ্চায়েতের অন্তর্গত চলবলপুরের ঘটনা । অনুরাগীর নাম নীরেনচন্দ্র দাস । তিনি ECL-র সেন্ট্রাল কাজোরা কোলিয়ারির কর্মী । নীরেন্দ্রবাবু বলেন, নরেন্দ্র মোদি দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হয়েছেন । এই খুশিতে আমি এই আয়োজন করেছি । ভিডিয়ো...