অভিনন্দন যাত্রায় পুলিশের লাঠিচার্জ নিয়ে প্রতিক্রিয়া দিলীপের - নন্দীগ্রামে বিজেপির মিছিলে পুলিশের লাঠিচার্জ
অভিনন্দন যাত্রায় পুলিশের লাঠিচার্জ নিয়ে সাংবাদিকদের সামনে মুখ খুললেন দিলীপ ঘোষ ৷ তিনি বলেন, "কেউ যদি মনে করে ব্যারিকেড দিয়ে, গাড়ি আটকে, রাস্তা আটকে BJP-কে আটকাবে তাহলে সে ভুল করছে ৷ কেউ তা পারেনি পারবেও না ৷ গতকাল থেকে BJP-র ভয়ে সাধারণ মানুষের জীবনকে অতিষ্ঠ করে দিচ্ছে ওরা ৷ পুলিশের আর কোনও কাজ নেই ৷ একটাই কাজ BJP-কে আটকানো ৷" আজ সকাল ১০টায় নন্দীগ্রাম থানার রেয়াপাড়াতে BJP-র অভিনন্দন যাত্রা ছিল । সকাল থেকে রেয়াপাড়া আসার সমস্ত ফেরিঘাট বন্ধ থাকে বলে অভিযোগ BJP-র ৷ এছাড়া BJP-কর্মী-সমর্থকদের পথ আটকানো ও লাঠি চার্জের অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে ৷