পিছনে হাতির তাড়া, বুদ্ধিতে বাজিমাৎ অটোচালকের - অটোচালক
উত্তর রায়ডাক বনবিভাগের হাতিপোতা রোডে লাল পুল সংলগ্ন কার্তিকা জঙ্গলের মাঝখানে রাস্তার ধারেই জঙ্গলে দাঁড়িয়েছিল একদল হাতি । বুধবার বিকেল নাগাদ সেই রাস্তা দিয়েই মাল বোঝাই করে যাচ্ছিল এই লাল রঙের মালবাহী অটো । রাস্তার পাশে একদল হাতি রয়েছে বুঝতে পেরে চালক তার অটোটিকে দাঁড় করিয়ে দেয় । দলের মধ্যে থেকেই একটি হাতির মতিগতি আঁচ করতে পেরে চালক তার উপস্থিত বুদ্ধি খাটিয়ে গাড়িটি ঘুরিয়ে নেয় । অটোটি ঘুরিয়ে উল্টোদিকে রওনা দিতেই খানিকটা পথ অটোর পিছু ধাওয়া করে একটি হাতি । এই ঘটনায় কিছুক্ষণের জন্য এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায় । দুই ধারে গাড়ি আটকে পড়ে । পরবর্তীতে হাতিটির দলটি জঙ্গলে চলে গেলে এলাকায় যান চলাচল স্বাভাবিক হয় ।