দূষণ রুখতে সোদপুর-ঢাকা সাইকেল র্যালি - environment rally
সোদপুর থেকে ঢাকা যাচ্ছেন তিন কলেজ পড়ুয়া ৷ এতে বিস্ময়ের কিছু নেই ৷ তবে তাঁরা যাচ্ছেন দূষণ রোধের প্রচারে, দু' চাকার সাইকেলকে সঙ্গী করে ৷ নাটাগড় ফ্রেন্ডস অ্যাসোসিয়েশন ও মহারানি কাশীশ্বরী কলেজের যৌথ উদ্যোগে সবুজায়ন ও দূষণমুক্ত বিশ্ব গড়ার বার্তা দিতে চান এই কলেজ পড়ুয়ারা ৷ এই র্যালিতে অংশ নিচ্ছেন 11টি কলেজের প্রতিনিধি ৷ দেখুন ভিডিয়ো...