Mahalaya 2021 : রায়গঞ্জের কুলিকে স্বর্গীয় প্রিয়জনদের শান্তি কামনা - মহালয়ায় তর্পণ
'তর্পণ' কথাটির অর্থ 'তৃপ্তি' । হিন্দু শাস্ত্র অনুযায়ী মহালয়ার শুভক্ষণে পরলোকগত আত্মারা একত্রে উপস্থিত হন । মহালয়ার চোদ্দ দিন আগে থেকে শুরু হওয়া পিতৃপক্ষের আজ শেষ দিন ৷ পিতৃপক্ষের এই শেষ দিনে স্বর্গীয়দের আত্মার শান্তি কামনায় পিতৃপুরুষের উদ্দেশ্যে জলদান করে থাকেন অনেকেই ৷ সেই মতোই আজ রায়গঞ্জের কুলিক নদীর খরমুজা ও বন্দর ঘাটে ভিড় জমান বহু মানুষ ৷