লিড দিলেই মিলবে COSA, বলছেন শ্রমিক সংগঠনের নেতা - local people
"বহরমপুরে যে ওয়ার্ড লিড দিতে পারবে সেই ওয়ার্ডের কর্মচারীদের কেবলমাত্র COSA(ক্যাশ অপারেশন সার্ভিস অ্যাকাউন্ট) করে দেওয়া হবে। লিড দিতে না পারলে তা দেওয়া হবে না।" অল ইন্ডিয়া তৃণমূল শ্রমিক সংগঠনের যুগ্ম সম্পাদক তথা পৌর কর্মচারী ফেডারেশনের সাধারণ সম্পাদক আশিস দের এই বক্তব্য নিয়ে শুরু হয়েছে বিতর্ক। নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগ তুলছেন বিরোধীরা। দেখুন ভিডিয়ো...