কাঠকয়লা-গঙ্গাজলে কোরোনা মুক্তি ! - গঙ্গা জল
কাঠকয়লা ও গঙ্গাজল মিশিয়ে মাথায় টিকা দিলে কোরোনা ভাইরাস থেকে মুক্তি পাওয়া যাবে ৷ গতকাল রাত ন'টার পর এমনই গুজব ছড়ায় পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি ১ নম্বর ব্লকের আকন্দি গ্রামের ৷ পঞ্চায়েত সদস্যা অনুপমা বেরা বলেন,‘‘গতকাল রাত নটা থেকে আমাদের কাছে একটি ফোন আছে এবং বলা হয় তুলসী গাছের মঞ্চের ঈশান কোণের দিকে গর্ত করলে পাওয়া যাবে কাঠ-কয়লা ।সেই কাঠ কয়লা নিয়ে গঙ্গা জল মিশিয়ে মাথায় তিলক লাগালে কোরোনা থেকে মুক্তি পাওয়া যাবে । সেই মতো আমরা মাটি খুঁড়ে কাঠ কয়লা নিয়ে গঙ্গা জল মিশিয়ে তিলক লাগিয়েছি’’