Illambazar Bridge: ইলামবাজারে জলের তোড়ে ভাঙল অজয় নদের নির্মীয়মাণ সেতু - Illambazar
টানা বৃষ্টিতে ইলামবাজারে জলের তোড়ে ভেঙে পড়ল নির্মীয়মাণ সেতুর অংশ। ইলামবাজারে অজয় নদের উপর দীর্ঘদিন ধরে নির্মাণ হচ্ছে এই সেতুটি। বীরভূম-বর্ধমানের যোগাযোগের জন্যই এই সেতুটি নির্মাণ করা হচ্ছিল ৷ অন্যদিকে,ইলামবাজারের জয়দেবে ডুবে গেল ফেরিঘাট। ফলে বীরভূম থেকে বর্ধমান যাওয়ার সহজ যোগাযোগের পথও এদিন বন্ধ হয়ে যায়।