দু'নম্বরি ব্যবসা চালু নিয়ে আলোচনার জন্য আসছেন মুখ্যমন্ত্রী : সৌমিত্র খাঁ - জঙ্গলমহলে মুখ্যমন্ত্রী
মুখ্যমন্ত্রীর 4 দিনের বাঁকুড়া সফর প্রসঙ্গে আজ পুরুলিয়ার BJP কার্যালয়ে সৌমিত্র খাঁ বলেন, "নতুন করে গাছ বিক্রি করে দেওয়ার জন্য কি আসছেন ? কলকাতায় ঘুম আসছে না বলে কি তিনি বাঁকুড়াতে ঘুমোতে আসছেন ? উনি জঙ্গলমহলের সমস্ত গাছ কেটে বিক্রি করে দিতে আসছেন কি না সেটা নিয়ে আমাদের খুব চিন্তার বিষয় ।" তিনি আরও বলেন, "চারদিনের সফরে তিনি দু'দিনই ঘুরে বেড়াবেন, সরকারি টাকা ধ্বংস করবেন আর পশ্চিমবাংলার জঙ্গলমহলের সমস্ত গাছ কীভাবে বিক্রি করা যায় সেগুলোর জন্যই উনি চিন্তাভাবনা করছেন । আর কীভাবে দু'নম্বরি ব্যবসাগুলি চালু করা যায়, সেই নিয়ে আলোচনা করার জন্য তিনি আসছেন ।"