পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

NRC পোস্টার ঘিরে গন্ডগোল ; BJP অফিসে ভাঙচুর, বোমাবাজির অভিযোগ - khondoghosh

By

Published : Sep 27, 2019, 8:46 PM IST

NRC পোস্টার ঘিরে BJP পার্টি অফিসে ভাঙচুর চালানোর অভিযোগ উঠল শাসকদল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে । BJP-র দলীয় অফিস লক্ষ্য করে বোমাবাজিও করা হয় বলে অভিযোগ। গতকাল রাতের দিকে ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ শাঁকারি -১ অঞ্চলের কেশবপুর গ্রামে। স্থানীয় BJP নেতা অরূপ ভট্টাচার্যের অভিযোগ, BJP-র পোস্টার বিকৃত করে তৃণমূল নতুন করে পোস্টার সাঁটায় ৷ এবং রাতের দিকে দলীয় কার্যালয়ে ভাঙচুর করে ৷ তৃণমূল কংগ্রেস অভিযোগ অস্বীকার করেছে ৷

ABOUT THE AUTHOR

...view details