পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

আলো হাব উদ্বোধন বয়কট চন্দননগরের আলোকশিল্পীদের - Aalo Hub inauguration

By

Published : Feb 9, 2021, 3:12 PM IST

Updated : Feb 10, 2021, 9:08 AM IST

আলোক শিল্পীদের শহর চন্দননগর । শিল্পীদের কথা ভেবে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন শহরে আলো হাব গড়ে দেবেন । সেখানে আলোক শিল্পের ব্যবসায়ীরা পাবেন দোকানঘর । হাবে আলোক শিল্পের প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি চলবে নিয়মিত ব্যবসার কাজও । ভবিষ্যৎ ভেবে খুশি হয়েছিলেন শিল্পীরা । ভেবেছিলেন লকডাউনের পর সরকারের এই সিদ্ধান্তে ব্যবসা ঘুরে দাঁড়াবে । শিল্পীদের অভিযোগ, আলো হাব গড়ে উঠলেও তার সুবিধা পেতে মোটা অঙ্কের টাকা খসাতে হচ্ছে । এই অবস্থায় গতকাল আলো হাবের বয়কট করলেন তাঁরা ।
Last Updated : Feb 10, 2021, 9:08 AM IST

ABOUT THE AUTHOR

...view details