বাজেট নিয়ে আমজনতার আশা-প্রত্যাশা - Common Mans Expectation
রাত পোহালেই বাজেট । স্বভাবতই বাজেট নিয়ে স্বাধারণ মানুষের আশা-প্রত্যাশা রয়েছে । সমাজের বিভিন্নস্তরের মানুষ দ্বিতীয় NDA সরকারের প্রথম বাজেট নিয়ে কী প্রত্যাশা করছেন তা জানতে আমাদের প্রতিনিধি কথা বলেছেন সাধারণ মানুষের সঙ্গে । কেউ বলছেন কমুক গ্যাসের দাম । মহিলা অর্থমন্ত্রী নির্মলা সীতারমন, তাই মহিলাদের জন্য বিভিন্ন ক্ষেত্রে কর ছাড়েরও আশা করছেন কেউ কেউ । কী বলছেন আমজনতা । শুনে নেওয়া যাক ।