তাজা বোমা নিষ্ক্রিয় করার কাজে বম্ব স্ক্য়য়াড - পূর্ব বর্ধমান
গতকাল ভাতারের এরুয়ার গ্রাম থেকে তাজা বোমা উদ্ধার করেছিল পুলিশ ৷ সেই 27টি তাজা বোমা আজ নিষ্ক্রিয় করে বম্ব স্কয়্যাড ৷ বোমার পাশাপাশি গ্রাম থেকে প্রায় তিন কিলো বারুদও উদ্ধার হয়েছিল ৷ সেগুলিও নিষ্ক্রিয় করা হয় আজ ৷