পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

27 মে থেকে পশ্চিমবঙ্গে রাজ করবে বিজেপি সরকার : সঞ্জীব বালিয়ান - সঞ্জীব বালিয়ান

By

Published : Dec 31, 2020, 1:03 PM IST

শান্তিপুরে চায়ে পে চর্চায় বিজেপি নেতা তথা কেন্দ্রীয়মন্ত্রী সঞ্জীব বালিয়ান ৷ তাঁর কথায়, পশ্চিমবঙ্গের মানুষ বিভিন্ন ক্ষেত্রে বঞ্চিত ৷ তাঁরা এখন মমতার সরকার চান না ৷ প্রধানমন্ত্রীর বিভিন্ন প্রকল্পের টাকা থেকে এরাজ্যের মানুষ বঞ্চিত হয়েছেন বারবার ৷ এরাজ্যে 'গুন্ডারাজ' 'ভ্রষ্টাচার' বেড়ে চলেছে ৷ মমতা সরকারের কার্যকালের মেয়াদ 26 মে পর্যন্ত ৷ 27 মে থেকে বিজেপি সরকার রাজ করবে পশ্চিমবঙ্গে ৷ সেদিন থেকেই রাজ্যে লাগু হবে সিএএ ৷ বাংলায় অন্য কেউ নয়, মুখ্যমন্ত্রী হবেন বাঙালিই ৷ এখন কেবল সময়ের অপেক্ষা ৷

ABOUT THE AUTHOR

...view details