BJP announces Nabanna March : সিঙ্গুর থেকে নবান্ন অভিযানের ঘোষণা বিজেপি সভাপতি সুকান্তর - bjp agitation at singur
হুগলির সিঙ্গুরে বিজেপির কিষান মোর্চার ধর্নার শেষ দিনে একগুচ্ছ কর্মসূচি ঘোষণা করলেন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার । তিনি জানালেন, 22-24 ডিসেম্বর প্রতি ব্লকে ব্লকে ডেপুটেশন দেওয়া হবে । 5-10 জানুয়ারি জেলায় জেলায় কিষান মার্চ করবে বিজেপি । 5 জানুয়ারি ঘাটালে দিলীপ ঘোষ, বর্ধমানে সুকান্ত মজুমদার ও আরামবাগে শুভেন্দু অধিকারী উপস্থিত থাকবেন । 10 তারিখে উত্তরবঙ্গে শেষ হবে ওই কর্মসূচি । ওইদিন জলপাইগুড়িতে থাকবেন সুকান্ত মজুমদার, মালদায় থাকবেন শুভেন্দু । বিজেপি রাজ্য সভাপতি বলেন, ‘‘লড়াই সবে শুরু হয়েছে । মমতা বন্দ্যোপাধ্যায় বা তাঁর পরিবার যদি মনে করে এই রাজ্য তাঁদের জমিদারি সেটা ভুল করবে । আমরা কৃষকদের জন্য লড়াই করে যাব । নবান্নের চোদ্দ তলায় বসে আছেন যিনি তাঁর কানে কিছুই যাচ্ছে না । তাই জেলায় জেলায় কিষান মার্চ হওয়ার পর নবান্নে কিষান মার্চ হবে (bjp wb president sukanta majumder call for nabanna march from singur) ।’’