দুর্নীতির শিকার হলে ফোন করুন BJP-র হেল্পলাইন নম্বরে : দিলীপ
"পশ্চিমবঙ্গে দুর্নীতি ছড়িয়ে পড়েছে । এর বিরুদ্ধে অভিযান চলছে । তাতে আরও জোর দিতে একটা হেল্পলাইন নম্বর শুরু করছি । মানুষ কোথাও দুর্নীতির শিকার হলে আমাদের হেল্পলাইন নম্বরে ফোন করে অভিযোগ জানাতে পারবেন। সেই নম্বর হচ্ছে 7044070440 । সোমবার থেকে শনিবার সকাল 10 থেকে বিকেল 5 টা পর্যন্ত এই নম্বরে ফোন করে অভিযোগ জানাতে পারবেন।" আজ সাংবাদিক বৈঠকে একথা বলেন BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ৷ শান্তিনিকেতনের ঘটনায় তিনি বলেন, "এটা নিয়ে যা চলছে তা দুঃখের বিষয় । যারা আমাদের বিরুদ্ধে বিদ্যাসাগরের মূর্তি ভাঙার অভিযোগ করেছিল তারাই আজ রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতনটা উড়িয়ে দিচ্ছে । এরা নাকি খুবই বাঙালিপ্রেমী ।" অর্জুন সিংয়ের বাড়িতে তল্লাশি নিয়ে বলেন,"এটা ব্যারাকপুর পুলিশের দৈনন্দিন কার্যসূচির মধ্যে এসে গেছে । সুযোগ পেলেই সুযোগ তৈরি করে অর্জুন সিং-এর বাড়িতে ঝাঁপিয়ে পড়ে।"