ডানকুনিতে BJP কর্মী-সমর্থকদের হটাতে লাঠিচার্জ পুলিশের
BJP সমর্থকদের আটকানো হল ডানকুনিতে । প্রতিবাদে রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করেন দলীয় কর্মী-সমর্থকরা । হুগলি, আরামবাগ, গুড়াপ, ধনেখালিসহ বিভিন্ন জায়গা থেকে BJP কর্মীরা নাবন্নের উদ্দেশে রওনা দেন । সকাল থেকেই ডানকুনি-দিল্লি রোড ও দুর্গাপুর রোডে প্রচুর পুলিশ মোতায়েন করা হয় । BJP কর্মী-সমর্থকদের হটাতে লাঠিচার্জ করে পুলিশ ।