"ধনকড়জিকে নিয়ে কিছু বলার আগে দু'বার ভাববেন", তৃণমূলকে হুঁশিয়ারি বাবুলের - জগদীপ ধনকড়
তৃণমূলকে হুঁশিয়ারি দিলেন আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয় ৷ বলেন, "তৃণমূলকে আঙুল তুলে হুঁশিয়ারি দিচ্ছি ৷ ধনকড়জিকে নিয়ে কিছু বলার আগে দুবার ভাববেন । উনি একজন আইন বিচক্ষণ ব্যক্তিত্ব । নিজের ক্ষমতার বাইরে ওনার মুখ থেকে কোনও শব্দ বেরোয় না । সংবিধান বলছে, যদি রাজ্যপাল হিসেবে জগদীপ ধনকড় প্রশ্ন করেন তাহলে মুখ্যমন্ত্রীকে তার জবাব দিতেই হবে । বাংলার মানুষের উপর অত্যাচার হবে আর রাজ্যপাল চুপ করে বসে থাকবেন ?"