গ্রামের দুঃস্থ মহিলাদের স্যানিটারি ন্যাপকিন বিতরণ অগ্নিমিত্রার - আসানসোল দক্ষিণ বিধানসভার
মেয়েদের মাসের ওই বিশেষ 4-5 দিনে শহরে স্যানিটারি ন্যাপকিন মিললেও, প্রত্যন্ত গ্রামে এখনও নোংরা, পুরনো কাপড় দিয়েই কাটিয়ে দেন গ্রামের দুঃস্থ মহিলারা ৷ এবার তাঁদের জীবনের ওই মেয়েদের মাসের ওই বিশেষ 4-5 দিনে শহরে স্যানিটারি ন্যাপকিন মিললেও, প্রত্যন্ত গ্রামে এখনও নোংরা, পুরনো কাপড় দিয়েই কাটিয়ে দেন গ্রামের দুঃস্থ মহিলারা ৷ এবার তাঁদের জীবনের ওই দিনগুলিতে পরিবর্তন আনতে মাঠে নামলেন আসানসোল দক্ষিণ বিধানসভার বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল ৷ তাঁর বিধানসভায় এলাকায় শুরু করলেন ‘সুরক্ষা’ প্রকল্প ৷ তাঁর বিধানসভা কেন্দ্রের দুঃস্থ মহিলা, যাঁদের আধুনিক ন্যাপকিন কেনার ক্ষমতা নেই, তাঁদের হাতে তুলে দিলেন স্যানিটারি ন্যাপকিন ৷ এই প্রসঙ্গে তিনি বলেন, "সবাইকে তো পারব না, তাও তাঁদের হাতে তুলে দিলাম ৷ আগামী দিনে ইচ্ছে রয়েছে সেল্ফ হেল্প গ্রুপ বানানোর ৷ প্রতি মণ্ডলে, গ্রামে গ্রামে, মহিলারা এই স্যানিটারি ন্যাপকিন তৈরি করবেন ৷ তাঁরাই সেটা বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেবেন ৷ হয়তো একটি প্যাকেটের দাম 1 টাকা কি 2 টাকা হতে পারে ৷ দুঃস্থ পরিবারের মহিলার পক্ষেও তা কেনা সম্ভব হবে ৷’’ বিধায়কের মতে, প্রত্যেকের অর্থনৈতিক দিক থেকে স্বাধীন হওয়া খুব দরকার ৷ করোনার ফলে চারিদিকে মানুষের আর্থিক দুরবস্থা চোখে পড়ছে ৷ এই পরিস্থিতি কিছুটা বদলানোর উদ্যোগে তিনি মহিলাদের নিয়ে সেল্ফ হেল্প গ্রুপ বানানোর চিন্তাভাবনা করছেন ৷