পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

দিদি বিশ্বের প্রথম নেত্রী, যিনি স্বীকার করেছেন দলের লোকজন ঘুষ নিয়েছে : ভারতী - anandapur

By

Published : Jun 29, 2019, 9:12 PM IST

কাটমানি থেকে শুরু করে পুলিশের তোলাবাজি, একের পর এক ইশু তুলে ধরে সভা থেকে মমতাকে আক্রমণ করলেন BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, BJP নেতা সায়ন্তন বসু ও BJP নেত্রী ভারতী ঘোষ । কখনও সায়ন্তনের মুখে মমতাকে ভূত-পেত্নি বলতে শোনা গেল । আবার কখনও ভারতী ঘোষকে কটাক্ষের সুরে বলতে শোনা গেল "দিদি বিশ্বের প্রথম নেত্রী যিনি স্বীকার করেছেন তাঁর দলের লোকজন ঘুষ নিয়েছেন । সেই টাকা ফেরতও দেবেন ।" আবার পুলিশের তোলাবাজি নিয়ে সুর চড়ান দিলীপ ঘোষ । বলেন, "এতদিন পুলিশ আমাদের কাছ থেকে তোলাবাজি করেছে । উলটো তোলাবাজি করতে হবে ।"

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details