নির্বাচনে তৃণমূলের ভরসা স্বাস্থ্যসাথী কার্ড ! কটাক্ষ রাজীবের - রাজীব বন্দ্যোপাধ্যায়
"ভোট আসতেই স্বাস্থ্যসাথী কার্ডকে ভোটের কার্ড করেছে তৃণমূল ৷ ওই কার্ড দিয়ে কোনও সুবিধা পাওয়া যাবে না ৷" আজ ঝাড়গ্রামের গোপীবল্লভপুরে পরিবর্তন যাত্রার সভা থেকে তৃণমূল কংগ্রেসকে এভাবেই কটাক্ষ করলেন রাজীব বন্দ্যোপাধ্যায় ৷ বললেন, "দিদির শুধু একটাই কাজ কেন্দ্রের সঙ্গে ঝামেলা করা । কেন্দ্রের সঙ্গে না থাকলে রাজ্যের উন্নয়ন কখনও সম্ভব নয় ।"