ভোটপ্রচারে রূপা গাঙ্গুলির সঙ্গে ফুটবল খেললেন অনুপম - football
ভোটপ্রচারে অন্য মেজাজে দেখা গেল যাদবপুরের BJP প্রার্থী অনুপম হাজরাকে। রূপা গাঙ্গুলির সঙ্গে ফুটবল খেলতে দেখা গেল তাঁকে। প্রার্থী হওয়ার পর এই প্রথম ভাঙড়ে ভোটপ্রচারে আসেন তিনি। প্রচারের মাঝে বকডোবা এলাকায় ছেলেদের ফুটবল খেলতে দেখে মাঠে নেমে পড়েন। খেলেন ফুটবলও। মাঠে নেমে পড়েন রূপা গাঙ্গুলিও। দেখুন ভিডিয়ো...