রাতভর বিদ্যুৎ নেই, টর্চের আলোয় চলছে ভোটগ্রহণ - টর্চের আলোয় ভোট
গোটা এলাকায় বিদ্যুৎ নেই ৷ তাই টর্চের আলোয় চলছে ভোট ৷ দার্জিলিংয়ের আগম দেওকোটা লাইব্রেরি বুথে এমনই সমস্যার মুখে ভোটাররা ৷ ঝড় বৃষ্টির কারণে গতকাল রাত থেকে এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ৷ ফলে ভোট শুরু হতে দেরি হয় ৷ তবে আলো না থাকায় ভোটদান আটকায়নি ৷ প্রিসাইডিং অফিসারের টর্চের আলোয় চলছে ভোট ৷