দিদি এখন গেরুয়া রংকে ভয় পাচ্ছে : আদিত্যনাথ - নামখানা
নির্বাচনী প্রচারে রাজ্যে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ । আজ নামখানাতে জনসভা করলেন যোগী আদিত্যনাথ ৷ জনসভা থেকে তিনি বলেন, "রাজ্যে ১০ বছর তৃণমূল কোনও উন্নয়ন করেনি ৷ তৃণমূল নেতারা নিজেদের আখের গোছাতে ব্যস্ত।" বাংলার পবিত্র ভূমিকে তিনি প্রণাম করে বলেন, "বাংলার যে ভূমিতে জন্ম নিয়েছিলেন নেতাজি সুভাষচন্দ্র , স্বামী বিবেকানন্দ ও রবীন্দ্রনাথের মতো মনীষীরা। ভূমিতে জন্ম নিয়েছিলেন হিন্দু সনাতন ধর্মের প্রবর্তক চৈতন্যদেব। এখন দিদি গেরুয়া রংকে ভয় পাচ্ছে। আমফান সহ একাধিক দুর্নীতিকে হাতিয়ার করে রাজ্য সরকারকে কটাক্ষ করলেন যোগী। যোগী বলেন, "মানুষের কাছে পৌঁছাতে দেয়নি এই তৃণমূল সরকার।" তিনি আরও বলেন ,"বিজেপি ক্ষমতায় এলে "সাগর মেলা" আন্তর্জাতিক মেলা হিসেবে ঘোষণা করে বিশ্বের মানচিত্র সংযোগ স্থাপন করাবে বিজেপি সরকার।"