মাস্ক না পরায় তৃণমূল নেতাকে ধমক মমতার - অভিজিৎ সিনহা
মাস্কটা পর, অত নকশা কিসের । বলা হচ্ছে বার বার মাস্ক পরতে, কেন পড়বে না । বল চাইলে জেলা যুব সভাপতি সৈকত চট্টোপাধ্যায় মুখে মাস্ক না পরে বল দিতে যান দলনেত্রীকে ৷ সেইসময় মুখে মাস্ক না পরার জন্য তাঁকে এভাবেই ধমক দেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এদিকে, সৈকত চট্টোপাধ্যায়ের পাশে থাকা জেলার ছাত্র পরিষদের দলীয় নেতা অভিজিৎ সিনহার মুখেও মাস্ক ছিল না । তৃণমূল নেত্রীর রোষের মুখে পড়েন তিনিও ৷
Last Updated : Apr 15, 2021, 10:23 AM IST