10 লাখ টাকার নিষিদ্ধ কাফ সিরাপ উদ্ধার - raigunje
আজ ভোরে উত্তর দিনাজপুরের রায়গঞ্জের কানকি মনোরা বাজার এলাকায় অভিযান চালায় চাকুলিয়া থানার পুলিশ ৷ সেখানে একটি দোকান থেকে প্রায় সাড়ে পাঁচ হাজার নিষিদ্ধ কাফ সিরাপ বাজেয়াপ্ত হয় ৷ সিরাপের বোতলগুলি বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে জড়ো করা হয়েছিল বলে মনে করছে পুলিশ ৷ উদ্ধার হওয়া সিরাপের বাজারমূল্য প্রায় 10 লাখ টাকা বলে পুলিশ সূত্রে খবর ৷